বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে: প্রধানমন্ত্রী

নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে: প্রধানমন্ত্রী

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোনো দল আসুক বা না আসকু আগামী নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে, জনগণও ভোট দেবে। যারা সংবিধান ও গণতন্ত্রে বিশ্বাস করে তারা নির্বাচনে আসবে। যদি কোনো দল নির্বাচনে না আসে তাহলে সেটি তাদের নিজস্ব বিষয়। এতে আমাদের কিছুই করার নেই।

ইতালি ও ভাটিকান সিটিতে সদ্যসমাপ্ত সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। সোমবার বিকাল পৌনে ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সম্মেলন শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে ৫৭ ধারা আইন বাতিল করে নতুন করে ৩২ ধারা আইনের মাধ্যমে গণমাধ্যমকে অবরুদ্ধ করা হচ্ছে। এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, এই ধারার অপপ্রয়োগ করার সুযোগ নেই। কেউ অপরাধ না করলে তার ভয় পাওয়ার কি আছে?

১১-১৪ ফেব্রুয়ারি চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী ইতালি ও ভাটিকান সিটিতে যান। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো-এর আমন্ত্রণে আইএফএডির বার্ষিক পরিচালনা পরিষদের বৈঠকে তিনি অংশ নেন। পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভাটিকান সিটির হলি সি সফর করেন শেখ হাসিনা। পোপ ও ভাটিকান সিটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্র পারোলিনের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। গত শনিবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সিনিয়র সাংবাদিকরা অংশ নিয়েছেন।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত