বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গোদাগাড়ীতে গমের মাঠ দিবস উদযাপন

গোদাগাড়ীতে গমের মাঠ দিবস উদযাপন

গোদাগাড়ী (রাজশাহী), ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে কারিতাস রাজশাহী অঞ্চলের চলমান জলবায়ু সহনশীল কৃষি প্রকল্পের আয়োজনে গমের মাঠ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ৩ টার সময় উপজেলাধীন পাকড়ী ইউনিয়নের বারোহাটিতে প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা তাইবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন দেওয়ান,মজিবুর রহমান,পাকড়ী ইউপি মহিলা সদস্য সাকেরা খাতুন,

প্রকল্পের মাঠ কর্মকর্তা আমিনুল ইসলাম, সোলার ইঞ্জিনিয়ার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ৬০ জন কৃষক-কৃষাণী ও প্রকল্পের কর্মীবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, এই অঞ্চলের ৫ হাজার হত দরিদ্র কৃষিজীবী পরিবারের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি কাজ করছে। প্রকল্পের মধ্যে বছরে দুইবার ধান আবাদের পরিবর্তে রবি মৌসুমে উচ্চ ফলনশীন ও খরা সহনশীল গম ( বারি-২৬,প্রদীপ), আমন মৌসুমে স্বল্প মেয়াদী ধান ও খরিপ মৌসুমে মুগ ডাল চাষ করা এবং মাটি পরীক্ষা করে সার ও বীজ নির্ধারণ ও ভূগর্ভস্থ পানি কম ব্যবহার করে চাষ করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়।

এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত