বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সুনামগঞ্জ পৌর মেয়র পদে নির্বাচন ২৯ মার্চ

সুনামগঞ্জ পৌর মেয়র পদে নির্বাচন ২৯ মার্চ

সুনামগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : শুন্য হওয়া সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে পুনঃনির্বাচন আগামী ২৯ মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১ মার্চ। গতকাল রবিবার নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সুনামগঞ্জ পৌরসভায় সর্বশেষ নির্বাচন হয় ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। ওই নির্বাচনে ৪ হাজার ৩৫৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মরহুম আয়ুব বখত জগলুল। তার মৃত্যুতে মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, আজ সোমবার পৌরসভার হালনাগাদ ভোটার তালিকার সিডি পৌঁছাবে জেলা নির্বাচন অফিসে। হালনাগাদ ভোটার তালিকায় ৪০ হাজারের মতো ভোটার রয়েছেন।

সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১ মার্চ। ভোট গ্রহণ হবে ২৯ মার্চ।গত ১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ পৌরসভার পরপর দুই বারের নির্বাচিত মেয়র ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আয়ুব বখত জগলুলের মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়। এদিকে তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জানান, আগামী ২২ ফেব্রয়ারি সকালে পৌর নির্বাচনে অংশ নিতে আগ্রহী দলীয় প্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত