মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মেলান্দহে ভূমিহীনকে মারধরকারীর বিরুদ্ধে তদন্ত চলছে

মেলান্দহে ভূমিহীনকে মারধরকারীর বিরুদ্ধে তদন্ত চলছে

মেলান্দহে ভূমিহীনকে মারধরকারীর বিরুদ্ধে তদন্ত চলছে

জামালপুর, ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : জামালপুরের মেলান্দহের রান্ধুনীগাছা গ্রামের ভূমিহীন আনিছুর রহমান (৪৭) কে প্রহারের ঘটনায় ভূমি অফিসের সেই সার্ভেয়ার ও অফিস সহায়কের বিরুদ্বে তদন্ত চলছে।

জানাগেছে, বন্দোবস্তকৃত খাস জমির সীমানা নির্ধারণের কথা বলে ভূমিহীন আনিছের কাছ থেকে গত ২৪ জুলাই’১৭ সার্ভেয়ার রেজাউল করিম ৩০ হাজার টাকা উৎকোচ হাতিয়ে নেয়। জমির সীমানা নির্ধারণ করে দেয় নি।

এতেই শেষ নয়, সার্ভেয়ার প্রতিপক্ষের সাথেও আতাত করে সুবিধা নেয়। সর্বশেষ ১৮ ফেব্রুয়ারী সার্ভেয়ারের কাছে জমির সীমানা নির্ধারণের বিষয়ে জানতে চাইলে সার্ভেয়ার রেজাউল করিম আনিছকে গলাধাক্কা দিয়ে অফিস থেকে বের দেয়। ওই সময় অফিস সহায়ক দেলোয়ার হোসেন মামুনসহ আরো কয়েকজনে আনিছকে পিটিয়ে আহত করে।

এসময় আনিছকে উদ্ধারের জন্য তাঁর স্ত্রী মইমলা এগিয়ে গেলে তাকেও প্রহার করে। ভূমি অফিসে হট্রগোলের খবর শোনে স্থানীয়রা আনিছকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন জানান-দোষিদের বিরুদ্ধে তদন্ত চলছে। আপাতত ঘটনার সাথে জড়িতদের দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে।

এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত