বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কয়রায় নবযাত্রা প্রকল্পের দুই দিনব্যাপী ওয়াশ মেলা শুরু

কয়রায় নবযাত্রা প্রকল্পের দুই দিনব্যাপী ওয়াশ মেলা শুরু

কয়রায় নবযাত্রা প্রকল্পের দুই দিনব্যাপী ওয়াশ মেলা শুরু

কয়রা (খুলনা), ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউ.এস.এ.আই.ডি ডেভলপমেন্ট ফুড প্রকল্প নবযাত্রা ওয়ার্ল্ড ভিশন, মহেশ্বরীপুর ইউনিয়নের ওয়াটসান কমিটি এবং জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের উদ্যোগে গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী ওয়াশ মেলা শুরু হয়েছে। স্থানীয় ওয়াটসান কমিটি, ওয়াশ সক্রান্ত ব্যবসায়ী, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা সমূহ মেলায় অংশগ্রহন করে। মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদারের সভাপতিত্বে উদ্ধোধনী সভায় স্বাগত বক্তব্য দেন নবযাত্রা প্রকল্পের উপজেলা ওয়াশ অফিসার ইব্রাহিম হোসেন ও উপজেলা ফিল্ড অফিস কো-অর্ডিনেটর আলবার্ট প্রসাদ বসু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল। এ সময় ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়।

ওয়াশ মেলায় হাত ধোয়া অনুষ্ঠানে গিলাবাড়ি পিজি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ১৫০ জন ছাত্র/ছাত্রী সক্রিয় অংশগ্রহণ করে হাত ধোয়া প্রর্দশনী ও নিজেরা হাত ধুয়ে “হাত ধোয়া” সম্পর্কে সঠিক শিক্ষা গ্রহন করে সকলে নিজ নিজ বাড়িতে গিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলবে বলে প্রতিশ্রুতি দেয়। অনুষ্ঠান শেষে প্রত্যেক ছাত্র/ছাত্র কে স্বাস্থ্যবিধি লিখিত একটি করে কফি মগ ও নাস্তা বিতরন করা হয়। উল্লিখ্য ওয়ার্র্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্প ২০১৫ সাল থেকে কয়রায় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা কার্যক্রমের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সরকারের সহযোগি হিসেবে কাজ করে যাচ্ছে। দিন শেষে ছিল নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা বিষয়ক ছবিনাটক পটগান পরিবেশনা। মনোজ্ঞ পটগান পরিবেশন করেন খুলনার সুশীলন শিল্পগোষ্টি। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন নবযাত্রা প্রকল্পের ডেভলপমেন্ট কর্মকর্তা জন পি. ব্যাপারী।

এবিএন/শহিদুল্লাহ শাহিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত