![গাইবান্ধায় শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/19/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_126668.jpg)
গাইবান্ধা, ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, জন্মদিনের কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সোমবার গাইবান্ধায় শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা দিবস পালিত হয়। সকালে একাডেমির শিল্পীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। এরপর সাংস্কৃতিক কর্মীদের শোভাযাত্রাটি শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিন করে।
শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, যুগ্ম সম্পাদক চুনি ইসলাম, নির্বাহী সদস্য অমিতাভ দাশ হিমুন প্রমুখ।
পরে সাংস্কৃতিক সংগঠকদের নিয়ে অতিথিরা জন্মদিনের কেক কাটেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা ও নৃত্যে অংশ নেন, চুনি ইসলাম, জাফরিন আলম, শিরিন আকতার, জ্যোতি ও মধুরিমা।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা