শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ফেনী পৌরসভার মেয়রের সাংবাদিক সম্মেলন

ফেনী পৌরসভার মেয়রের সাংবাদিক সম্মেলন

ফেনী, ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : মোবাইলে প্রাণনােেশর হুমকি ও কোটি টাকা চাঁদা দাবী অভিযোগে জীবনের নিরাপত্তা ও এর বিচারের দাবিতে আজ সোমবার দুপুরে শহরের আনন্দ কমিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলন করেছে ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।

সাংবাদিক সম্মেলনে মেয়র হাজী আলাউদ্দিন জানান, গত বৃহস্পতিবার রাত ৯ টা ২২ মিনিটে তাঁর ব্যবহৃত মোবাইল নাম্বারে একজন অজ্ঞাত ব্যক্তি নিজেকে রাজিব পরিচয় দিয়ে মোবাইলে (০১৮৭৬৮৪০৮২৬) কল দেয়। তিনি কলটি রিসিভ করার সাথে সাথে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এক পর্যায়ে আগামী এক মাসের মধ্যে এক কোটি টাকা না দিতে পারলে তাঁকে হত্যা করার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে মেয়র হাজী আলাউদ্দিন জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর পল্টন থানায় সাধারণ ডায়েরী (নং- ১০৮৮) করেছেন। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন- ফেনী জেলা আওয়াামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।

আরও উপস্তিত ছিলেন- দাগনভূঞ্চা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকনসহ পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত