শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কাউখালীতে জমি-জমার জের ধরে সংঘর্ষে নিহত ১

কাউখালীতে জমি-জমার জের ধরে সংঘর্ষে নিহত ১

কাউখালী (পিরোজপুর), ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে জমি-জমা সংক্রান্ত জের ধরে লাঠির আঘাতে ১জন নিহত হয়েছে।

জানা যায়, উপজেলার এক নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবঢ়ী গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের (৮০) সাথে একই বাড়ীর কাদের ডিলারের সাথে সোমবার সকালে বাড়ীর পাশের জমিতে বসে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে উত্তিজিত হয়ে কাদের ডিলারের হাতে থাকা বেতের লাঠি টেনে নিয়ে তার ছেলে মোজাহার হাকিম হাওলাদারের মাথায় আঘাত করে। লাঠির আঘাতে হাকিম হাওলাদার মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পরলে ছেলে নজরুল সাথে সাথে পিরোজপুর সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

এ ব্যাপারে কাউখালী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, মৃত্যু ব্যক্তির ব্যাপারে সন্দেহ আছে বিধায় লাশের ময়না তদন্ত জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে মৃত্যু ব্যাক্তি পক্ষ থেকে যদি কেউ অভিযোগ দায়ের করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত