শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজশাহী, ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কামারপাড়ায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মহানন্দা বাসচালক মারুফ হোসেন (৩৫) ছাড়া হতাতদের নাম জানা যায়নি। মারুফ উপজেলার কুঠি গ্রামের আতাউর রহমান টিটুর ছেলে।

গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আলতাব হোসেন বলেন, সকালে ঢাকা থেকে চাপাইনবাগঞ্জ যাওয়ার পথে একতা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা মহানন্দা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন এবং সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুর মৃত্যু হয়।

স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত