আগৈলঝাড়া (বরিশাল), ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়নের গৈলা বাজার থেকে চাঁদশী সংযোগ সড়কের জনগুরুত্বপূর্ণ এক কিলোমিটার সড়কের কার্পেটিংয়ের কাজ শুরুর হওয়ার একবছর পরেও কাজ সমাপ্ত করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদার।
সড়ক নির্মাণে ঠিকাদারের অবহেলার কারণে দীর্ঘদিন থেকে ওই এলাকার ২০ হাজার লোকের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, গত একবছর পূর্বে গৈলা বাজার থেকে চাঁদশী সংযোগ সড়ক কার্পেটিং-এর জন্য সোয়া কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে টেন্ডারের মাধ্যমে কাজটি সম্পন্নের দায়িত্ব পান ঠিকাদার কাজল সেরনিয়াবাত।
সূত্রে আরও জানা গেছে, ঠিকাদার কাজটি নিজে না করে মধ্য শিহিপাশা গ্রামের হানিফ সরদারের কাছে সেটি বিক্রি করে দেন। এরপর হানিফ সরদার কাজের শুরুতেই ধীরগতি নিয়ে কাজ শুরু করেন।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজের শুরুতেই ঠিকাদার রাস্তাটি কার্পেটিং-এর জন্য বিভিন্ন অংশে নি¤œমানের নির্মাণ সামগ্রী স্তুপ করেছে।
অভিযোগের ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি