সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শার্শায় পিস্তাল গুলিসহ একাধীক মামলার আসামী আটক

শার্শায় পিস্তাল গুলিসহ একাধীক মামলার আসামী আটক

শার্শায় পিস্তাল গুলিসহ একাধীক মামলার আসামী আটক

শার্শা(যশোর), ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : যশোরের শার্শার সামটা বাজার থেকে রবিবার রাতে ১টি ওয়ান শ্যুটারগান ও ২রাউন্ড গুলিসহ শফিকুল ইসলাম শফি (৩৮) নামে একজনকে আটক করেছেন । শফিকুল ইমলাম শফি শার্শা থানার কন্যাদহ গ্রামের মৃত নাছিম উদ্দিনের ছেলে।

শার্শা থানার ওসি (তদন্ত) তাসমিম আহম্মেদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শফি নামে এক কুখ্যাত সন্ত্রাসী অস্ত্র নিয়ে থানার সামটা বাজার চৌরাস্তার অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করি । পরে তার দেহ তল্লাশী করে ১টি ওয়ান শ্যুটারগান ও ২রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন আটককৃত শফির বিরুদ্ধে আরও ৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

এবিএন/ইয়ানূর রহমান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত