শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গলায় ফাঁস দিয়ে মেডিকেলের ছাত্রের মৃত্যু

গলায় ফাঁস দিয়ে মেডিকেলের ছাত্রের মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ), ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ করেছেন মেডিকেলে পড়–য়া এক ছাত্র। সোমবার বিকালে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

জানা যায়, মহেশপুর উপজেলার খালিশপুরের ইসাহক মাস্টারের ছেলে সাকিরাজ (১৯)। পারিবারিক কলহের জের ধরে সাকিরাজ গলায় ফাঁস দেয়। জানতে পেরে স্থানীয় জনতা ও তার আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাজমুস সাকিব তাকে মৃত বলে ঘোষনা দেন। সাকিরাজ ফরিদপুর মেডিকেল কলেজের ছাত্র বলে জানাগেছে। তার আত্মীয় স্বজনরা বলেন সাকিরাজ গলায় ফাঁস দেননি, ঘুমের ঔষধ খেয়েছেন।

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ নাজমুস সাকিব বলেন, সাকিরাজ কে মৃত অবস্থায় নিয়ে আসেন তার আত্মীয় স্বজনরা। তবে তার গলায় দাগ দেখে মনে হচ্ছে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশের ময়না তদন্তে পাঠানোর জন্য প্রক্রিয়া করছিল।

এবিএন/সুব্রত সরকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত