![ঝিনাইদহে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/sanod_abnews_126741.jpg)
ঝিনাইদহ, ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঝিনাইদহে ক্ষুদ্র উদ্যোক্তাদের ‘বেসিক একাউন্টিং ফর এসএমই‘জ’ শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষনের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে জেলার ৩০ জন নারী ও পুরুষ ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়। ৫ দিনব্যাপী এই কর্মসূচিতে প্রশিক্ষণ প্রদাণ করেন বিসিক শিল্প মন্ত্রনালয়ের অনুষদ সদস্য দুলাল চন্দ্র সাহা।
গতকাল সোমবার বিকেলে প্রশিক্ষানার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বিসিক শিল্প মালিক সমিতি আকরাম হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র ও চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এবং এর সভাপতি আলহাজ সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এবিএন/যবনিকা/জসিম/এমসি