![পাঁচবিবি পাথরঘাটা বৌদ্ধ বিহারে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/joypurhat-sikkha-samogri_126742.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট) , ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবি পাথরঘাটা বৌদ্ধ বিহারে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার মালো মহাসভা কেন্দ্র ও বিদ্ধাশ্রমের আয়োজনে গতকাল সোমবার বিকেলে বৌদ্ধ বিহার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা ভদন্ত সুশীল প্রিয় ভিক্ষু। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম। বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য রেবেকা সুলতানা, আদিবাসী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন পাথরঘাটা খামার বাড়ির সভাপতি রানা জন মালো, উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গজেনন্দ্রনাথ সরকার, বৌদ্ধ বিহারের অর্থ সম্পাদক দিলিপ কুমার, সমাজ সেবক উত্তম কুমার প্রমুখ। প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠাতা বি,সি,সি ইউ,এল শাসন রক্ষিত ভিক্ষু। অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক বৃদ্ধ ও শিশুদেরকে উপকরণ সমূহ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
এবিএন/সজল কুমার দাস/জসিম/নির্ঝর