শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বাগমারায় আ’লীগ নেতৃবৃন্দের সাথে এনামুল হকের মতবিনিময় সভা
প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে

বাগমারায় আ’লীগ নেতৃবৃন্দের সাথে এনামুল হকের মতবিনিময় সভা

বাগমারায় আ’লীগ নেতৃবৃন্দের সাথে এনামুল হকের মতবিনিময় সভা

বাগমারা, ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : আগামী ২২ ফেব্রুয়ারী রাজশাহীর মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর আ’লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বাগমারায় উপজেলা আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দের সাথে এমপি এনামুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল ও স্বার্থক করতে সোমবার সন্ধ্যায় শিকদারী কোল্ড ষ্টোরেজ মিলনায়তনে উপজেলা আ’লীগের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা আ’লীগের সভাপতি ও সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, সদস্য জাহানারা বেগম, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহম্মেদ, আফতাব উদ্দীন আবুল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, ত্রাণ বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, কার্যকরী কমিটির সদস্য আলী হাসান, অধ্যক্ষ হাতেম আলী, রনজিৎ কুমার, আব্দুর রশিদ, হাচেন আলী, লোকমান আলী, শামসুল হক, বকুল খরাদী, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, আয়েন উদ্দীন, আসলাম আলী আসকান, আনোয়ার হোসেন, মখলেছুর রহমান দুলাল, উপজেলা মহিলা আ’লীগে সভাপতি মরিয়ম বেগম, কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুবলীগের সভাপতি আল-মামুন, ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় উপজেলা কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, ১৬ টি ইউনিয়ন, ২টি পৌরসভা দলীয় চেয়ারম্যান ও অংগ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত