![শিবপুরে কৃষকদের নিয়ে আলুর নতুন জাতের মাঠ প্রদর্শনী ও মাঠ দিবস](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/narsingdi-alu_126751.jpg)
নরসিংদী, ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : নরসিংদীর শিবপুরে কৃষকদের নিয়ে কৃষক পর্যায়ে বিএআরআই কর্তৃক উদ্ভাবিত আলুর নতুন জাতের মাঠ প্রদর্শনী ও মাঠ দিবস করেছে শিবপুর বিএআরআই সরেজমিন গবেষণা বিভাগ। সোমবার বিকেলে উপজেলার ধানুয়ায় উদ্ভাবিত আলু ও ভিটামিন সমৃদ্ধ মিষ্টি আলু, নতুন জাতসমূহের প্রজনন বীজ উৎপাদনে প্রদর্শনীর মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণ ও গবেষণা ভিত্তিক কর্মসূচি এবং বিএআরআই কন্দাল গবেষণা কেন্দ্রের অর্থায়নে এই মাঠ দিবস করা হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: লতাফত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়দেবপুর কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হরিদাস চন্দ্র মোহন্ত, শিবপুর সরেজমিন গবেষণা বিভাগের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আসাদুজ্জামান ও শিবপুর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মশিউর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শিবপুর সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক সহকারী মো: সোহেল মিয়া। এসময় ওই অঞ্চলের প্রায় অর্ধশত আলু চাষী উপস্থিত ছিলেন। সেসময় বক্তারা বলেন, কৃষক পর্যায়ে আলুর নতুন জাত সমূহের উপযোগিতা যাচাই করা ও আলুর নতুন জাত সম্পর্কে কৃষকের মতামত গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য।
আলোচনা শেষে স্থানীয় কৃষক আব্দুল হাই এর জমিতে আলুর প্রদর্শনী করা হয়।
এবিএন/সজল ভূইয়া/জসিম/নির্ঝর