![মুন্সীগঞ্জে ৩দিন ব্যাপি একুশে বইমেলার শুভ উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/munshigonj-book-mala_126756.jpg)
মুন্সীগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : মুন্সীগঞ্জে ৩ দিন ব্যাপী জেলা প্রশাসন আয়োজিত অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ হারুন অর রশিদ।
এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক, শিক্ষা ও আইসিটি) এইচ. এম রকিব হায়দার, সহকারী কমিশনার লিজা আক্তার, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, সাবেক সভাপতি এড. শাহীন মো: আমানউল্লাহ, কালচারাল অফিসার মোখলেছা হিলালী, শিশু বিষয়ক কর্মকর্তা জেসমিন বেগম, সংগীত একাডেমি সভাপতি অভিজিৎ দাস ববি, মুন্সীগঞ্জ জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি উমা শঙ্কর সরকার। মেলায় মোট ২৯ টি স্টলে বিভিন্ন বইয়ের পসরা সাজানো হয়েছে। মেলা চলবে ২১ শে ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত। প্রতিদিন ৩ টা হতে রাত ৮ টা পর্যন্ত মেলায় বই কিনতে পারবে পাঠকরা।
তবে উদ্বোধনী দিনে অমর একুশে বই মেলায় পাঠক-ক্রেতা ছিল খুবই নগণ্য। আগত দর্শণার্থীরা বলছেন প্রচার প্রচারণার অভাবেই মেলায় দর্শনার্থীরা কম আসছে। অনেকগুলো স্টল খালি পরে থাকতে দেখা গেছে। উদ্বোধনের সময় অনেকগুলো স্টলে ব্যানার সাটানোর কাজ শেষ হয়েছিল না। পুরাতন ব্যানার দিয়েই অনেকগুলো স্টল সাজিয়েছেন কেউ কেউ। পরিদর্শণের সময় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ হারুন অর রশিদ তাদেরকে নতুন ডিজাইনের ব্যানার সাটানোর জন্যও নির্দেশ দেন। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের নৃত্যানুষ্ঠানও চলে শহীদ মিনারে।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর