![বেনাপোল সীমান্তে বিজিবির গুলিতে নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/abnews-24.b_126766.jpg)
যশোর, ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : যশোরের বেনাপোল সীমান্তে আজ মঙ্গলবার ভোররাতে বিজিবি ও চোরাকারবারীদের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে। ৭ রাউন্ড গুলি বিনিময় করে বিজিবি।
এ সময় বিজিবির গুলিতে ইব্রাাহিম হোসেন (২৮) নামে এক চোরাকারবারী নিহত হয়েছে। নিহত ইব্রাহিম হোসেন বেনাপোল পোর্ট থানার খড়িডাংগা গ্রামের ইয়াকুব হোসেনের ছেলে। বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, ভোররাতে চোরাকারবারীরা চোরাই পন্য নিয়ে ভারত সীমান্ত পার হয়ে বেনাপোলের দৌলতপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি টহলদল দৌলতপুর সীমান্তে অভিযান চালায়।
বিজিবি’র অভিযানে বিজিবি ও চোরাকারবারীদের মধ্যে গুলি বিনিময় হয়। এসময় ইব্রাহিম নামে এক চোরাকারবারী গুলিবিদ্ধ হয়ে মারাযায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গুলি বিনিময়ের সময় এক চোরাকারবারী নিহত হয়েছে।
এবিএন/ইয়ানূর রহমান/জসিম/তোহা