বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
ভাষার মাস উপলক্ষ্যে

কাউখালীতে শহীদ মিনার আঁকলো প্রতিবন্ধী শিশুরা

কাউখালীতে শহীদ মিনার আঁকলো প্রতিবন্ধী শিশুরা

কাউখালী (পিরোজপুর), ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : মহান একুশে ফেব্রুয়ারীকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীর উপজেলার দুই নম্বর আমরাজুড়ী ইউনিয়নের সন্ধ্যা নদীর বুকে জেগে ওঠা চরে আবাসনে বসবাসরত ১০ জন বাকপ্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে শহীদ মিনার অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সুবিধা বঞ্চিত এইসব শিশুদের নিয়ে উপজেলার প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আ. লতিফ খসরু এই প্রতিযোগিতার আয়োজনকরেন। চার বাক প্রতিবন্ধীর “মা” মনজিলা শিশুদের হাতে শহীদ মিনার চত্বরে সমাবেত প্রতিবন্ধী শিশুদের হাতে কাগজ ও রং পেনসিল তুলে দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী বাকপ্রতিবন্ধী রিয়াজ দ্বিতীয় স্থান অধিকারকারী প্রতিবন্ধী তানজিলা, তৃতীয় স্থান অধিকারকারী রিফাতের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিশুদের মধ্যে শান্তনা পুরুস্কার দেওয়া হয়। এর আগে এইসব প্রতিবন্ধী শিশুরা নিজেরাই তৈরী করে শহীদ মিনার। এসময় আবাসনের সভাপতি চাঁন মিয়া ও শিশুদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উদ্যোক্তা আঃ লতিফ খসরু বলেন শিশুদের একুশের চেতনায় উদ্বুদ্ধ করতে ও শহীদ মিনারের সাথে পরিচিত করিয়ে দিতে আমার এই উদ্যোগ।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত