![উলিপুরে পরীক্ষার্থীকে সহায়তা করায় শিক্ষক আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/abnews-24.bbbbbbbb_126773.jpg)
উলিপুর (কুড়িগ্রাম), ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুরে মাদরাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে সহায়তা করার অপরাধে ১ শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছে প্রশাসন। জানা গেছে, আজ মঙ্গলবার মাদরাসা পরীক্ষা কেন্দ্র-১ এ পদার্থ বিষয়ের পরীক্ষা চলাকালিন সময়ে ৯ নং কক্ষের কক্ষ পরিদর্শক হাতিয়া আদর্শ এতিম খানা দ্বি-মূখী আলিম মাদরাসার সহকরী শিক্ষক আবুল কাশেম ১০ নং কক্ষে প্রবেশ করে পরীক্ষার্থীদের সহায়তা করছিল।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মর্তুজা আল মুঈদ তাকে আটক করলে ওই শিক্ষক পরীক্ষার্থীদের সহায়তা করার কথা স্বীকার করেন। কেন্দ্র সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব অভিযুক্ত শিক্ষককে পুলিশে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে পরীক্ষার দায়িত্ব থেকেও বহিস্কার করা হয়েছে।
এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা