![চকরিয়ায় কীটনাশকমুক্ত মশারি বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/moshari_abnews_126776.jpg)
চকরিয়া (কক্সবাজার), ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়ায় ব্রাক ও একলাবের উদ্যোগে ম্যালেরিয়া মশা থেকে রক্ষার জন্য কীটনাশকমুক্ত দীর্ঘস্থায়ী ৩৪০০ মশারি বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা খুটাখালী ইউনিয়ন পরিষদের মশারি বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়।
মশারি বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, খুটাখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান এবং ব্রাক ও একলাবের কর্মকর্তারা।
এসময় ৩৪শ’ পরিবারের হাতে ম্যালেরিয়া মশা থেকে রক্ষার জন্য কীটনাশকমুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই মশারি বিতরণ করা হবে বলে ব্রাক ও একলাবের কর্মকর্তারা জানান।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি