![বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ এবং কয়লা আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/mod_abnews_126779.jpg)
সুনামগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলারর লাউরগড় বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ কেরামত আলী এর নেতৃত্বে একটি টহল দল আজ মঙ্গলবার সীমান্ত পিলার ১২০৩/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদী হতে ৭১ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করে। যার মূল্য ১ লক্ষ ৬ হাজার ৫ শতটাকা।
অপরদিকে একই উপজেলার টেকেরঘাট বিওপি ক্যাম্পের সুবেদার মোঃ আব্দুর রাশেদ এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১১৯৭/৬-এস এর নিকট হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়াঘাট নামক স্থান হতে ১,২০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৫ হাজার শত টাকা।
বিরেন্দ্রনগর বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল গতকাল সোমবার ৭.৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৪/৬-এস এর নিকট হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লামাকাটা নামক স্থান হতে ১,৩২০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৭ হাজার ১৬০ টাকা।
বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উক্ত মদ এবং কয়লা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় বর্ণিত মদ এবং কয়লা আটক করে।
২৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক মেজর আশিকুর রহিম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি