সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • বান্দরবানে মিয়ানমার-বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক

বান্দরবানে মিয়ানমার-বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক

বান্দরবানে মিয়ানমার-বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক

বান্দরবান, ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : বান্দরবান-মিয়ানমার সিমান্তে নো ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ঢেকিবুনিয়া সীমান্তের তংপিও লিতওয়ে নামক স্থানে জয়েন্ট ওর্য়াকিং গ্রুপ বৈঠকে বসেছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই বৈঠকে ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং বান্দরবানের নো ম্যান্স ল্যান্ডে থাকা সাড়ে ৬ হাজার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।

এবৈঠকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ছাড়াও বিজিবি’র কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল খালেক, কক্সবাজার ও বান্দরবান ২ জেলার জেলা প্রশাসকসহ বিজিবি ও সেনা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য যে গত বছর ২৪ আগস্ট থেকে মিয়ানমারে সহিংসতার ঘটনায় ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। এর মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের তমব্রুতে নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেয় সাড়ে ৬ হাজারেরও বেশী রোহিঙ্গা।

সংশ্লিষ্ট সুত্রে আরো জানিয়েছেন রোহিঙ্গাদের বিষয় নিয়ে প্রতিনিধিদের বৈঠক শেষে এক প্রেসব্রিফিং করার কথা রয়েছে।

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত