![বাবার সাথে অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/suicide_abenws_126781.jpg)
চকরিয়া (কক্সবাজার), ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : জুতা কিনে না দেয়ায় বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মাহতাব উদ্দিন খালেদ (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্র।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকার মাষ্টার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র খালেদ ওই এলাকার মনির উদ্দিন খালেদের ছেলে ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
জানা গেছে, সকালে জুতা কিনে দেয়ার বায়না ধরে বাবার কাছে। বিকেলে জুতা কিনে দেয়ার আশ্বাস দিয়ে মা-বাবা দুজনেই সকালে (এনজিও) কর্মস্থলে চলে যান। এসময় বাড়িতে একা ছিলেন মাহতাব।
পরে তার ছোট ভাই স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে ফিরে দেখে বাড়ির একটি কক্ষে বীমের সাথে রশিতে ঝুলছে বড় ভাই মাহতাব। খবর পেয়ে আত্মিয়স্বজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি