![নরসিংদীতে তারেক ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির বিক্ষোভ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/abnews-24.bbbbbbbbbbbbb_126782.jpg)
নরসিংদী, ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদ ও মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি।
আজ দুপুরে চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নাল আবেদীন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, রোকেয়া আহমেদ লাকী, ফারুক ভূইয়া, আকবর হোসেন, ফায়জুর রহমান, শাহজাহান মল্লিক, কবির হোসেন, শাহেনশাহ্ শানু সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এবিএন/সুমন রায়/জসিম/তোহা