![কচাকাটায় ফাঁসি দিয়ে এসএসসি পরিক্ষাথীর মূত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/suicide_abenws_126784.jpg)
কচাকাটা (কুড়িগ্রাম), ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : আর মাত্র বাকী ছিল দুইটি পরিক্ষা। কুড়িগ্রাম জেলার প্রস্তাবিত কচাকাটা উপজেলার কচাকাটা ইউনিয়নের বুদুর দোলার পাড় (পশ্চিম ইন্দ্রগড়) গ্রামের মজিবর রহমানের বড় ছেলে ইন্দ্রগড় বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র চলমান এসএসসি পরিক্ষাথী রাকিব হাসান (রাব্বী) ফাঁসি দিয়ে মূত্যু বরন করে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল বিকেলে পরিক্ষায় ভাল ভাবে লেখাপড়া না করায় নিহত রাব্বীর সঙ্গে তার মা রাগানিত্ব ভাবে শাসন করেন। অতপর নিহত রাব্বীর মা পাশের বাড়ী গেলে নিজ স্বয়ন কক্ষের দরজা বন্ধ করে গলায় দরি পেছিয়ে ধন্নায় ফাসি দেয়। ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে নিহত রাব্বীর মা দরজা ভেঙ্গে দেখে ঝুলন্ত অবস্থায় রাব্বীকে।
আজ মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে নিহত রাব্বীর জানাজা শেষে নিজ বাড়ীর সামনে দাফন করা হয়। এই অপমূত্যুতে এলাকায় শোকের মাতন বইছে।
এ ব্যাপারে জানতে চাইলে কচাকাটা থানার অফিসার ইনর্চাজ জনাব ফারুক খলিল বলেন, নিহতের চাচা ১৯ ফেব্রুয়ারী একটি ইউডি মামলা দায়ের করলে (যাহার নং- ২/২০১৮ইং) তদন্ত করে দেখা যায় পরিক্ষায় ভাল রেজাল্ট আসবেনা বলে সে ফাসি দিয়ে আত্মহত্যা করেছে।
এবিএন/মিলন/জসিম/এমসি