সিরাজগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় খন্দকার নজরুল ইসলাম বাবুল (৫৪) নামে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ওই উপজেলার করতোয়া নদীর গাড়াদহ ব্রিজের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি উল্লাপাড়া উপজেলার নলসোন্দা গ্রামের হাজী খন্দকার নজাবত আলীর ছেলে এবং শাহজাদপুর উপজেলার মাকড়কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, রবিবার বিকেলে শিক্ষক নজরুল ইসলাম নিখোঁজ হন। পরিবারের লোকজন তাকে বহু খোজাঁখুজি করে তার সন্ধান পায়নি। মঙ্গলবার সকালে ওই ব্রিজের রেলিংয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে নিহতের পরিহিত শার্টের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে ঋণের দায়ে আত্মহত্যা করেছেন বলে তিনি উল্লেখ করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/রাজ্জাক