শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রৌমারীতে ভুয়া মুক্তিযোদ্ধার ভাতা বন্ধের দাবিতে বিক্ষোভ

রৌমারীতে ভুয়া মুক্তিযোদ্ধার ভাতা বন্ধের দাবিতে বিক্ষোভ

রৌমারীতে ভুয়া মুক্তিযোদ্ধার ভাতা বন্ধের দাবিতে বিক্ষোভ

রৌমারী (কুড়িগ্রাম), ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুড়িগ্রামের রৌমারীতে ৬ ভুয়া মুক্তিযোদ্ধার সম্মানীভাতা বন্ধের দাবীতে বিক্ষুদ্ধ মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা ভবনে তালা ঝুলিয়েছে।

এর আগে তারা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ শেষে উপজেলা চত্বরে এসে সমাবেশ করেন ও ইউএনওকে স্মারকলিপি দেন।

আজ মঙ্গলবার দুপুরে কর্মসূচি পালন করেন তারা। সমাবেশে বলা হয়, ওই ৬ ভুয়া মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ না করলে আরও কঠোর কর্মসূচি নেয়া হবে।

এতে বক্তব্য দেন- মুক্তিযোদ্ধা খন্দকার শামছুল আলম, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও মুক্তিযোদ্ধা আবদুল মান্নান হিরো প্রমুখ। ভুয়া মুক্তিযোদ্ধারা হলেন- হাবিল উদ্দিন, শামছুল হক, শওকত আলী, রাশেদুল ইসলাম, হারেস আলী ও ফজলুল হক।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধকালীন সময়ে যুদ্ধ করেছেন এমন প্রমাণ না থাকায় রৌমারী উপজেলার ৬ ভুয়া মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা স্থাগিত করা হয়। কিন্তু জেলা কমিটির সুপারিশে পুনরায় চালু করা হলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে একাধিকবার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এবিএন/রফিকুল ইসলাম সাজু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত