![জামালপুরে কৃষকদের পার্চিং উৎসব](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/rally_abnews_126793.jpg)
জামালপুর, ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : জামালপুরে কৃষকদের উদ্বুদ্ধ করতে মঙ্গলবার দুুপুরে কৃষি বিভাগের উদ্যোগে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত ঘোড়াধাপে উৎসব অনুষ্ঠিত হয়।
কৃষক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত উৎসবে বক্তব্য রাখেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত ইকরাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জোবাইরা বেগম সাথী, ইউপি চেয়ারম্যান দ্বিন-ই-আলম প্রমুখ।
জামালপুুর সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ধান ক্ষেতে বাঁশ ও গাছের খুঁটি পুতে পার্চিং উৎসবের উদ্বোধন করা হয়।
পার্চিং হচ্ছে-ফসলি জমিতে লম্বা খুঁটি বা বাঁশ পুতে রাখা, যাতে এসব খুঁটিতে সহজেই পাখি বসতে পারে। জমিতে পার্চিং করা হলে ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণ, ফসলের উৎপাদন খরচ কমায়, কীটনাশকের ব্যবহার কমায়, পরিবেশ দূষণমুক্ত ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি