শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সুনামগঞ্জে অবৈধ ইজিবাইক বন্ধের দাবিতে বাসকের মানববন্ধন
শিশু শিক্ষার্থীর খুনীদের গ্রেফতার

সুনামগঞ্জে অবৈধ ইজিবাইক বন্ধের দাবিতে বাসকের মানববন্ধন

সুনামগঞ্জে অবৈধ ইজিবাইক বন্ধের দাবিতে বাসকের মানববন্ধন

সুনামগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : উত্তাল সুনামগঞ্জ শহরের ঘোলঘর পয়েন্টে সৃজন বিদ্যাপীঠের নার্সারী ওয়ানের শিশু শিক্ষার্থী মুহুূর্ত দাসের খুনী ইজিবাইকের চালককে গ্রেফতারের দাবীতে ও শহরে অবৈধ ইজিবাইক বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ আইন সহায়তা ফাউন্ডেশন(বাসক) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত শিশুর পিতামাতা,গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশ নেন।

বাংলাদেশ আইন সহায়তা ফাউন্ডেশন(বাসক) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ফজলুল হকের সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সঞ্চালনায় মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন,দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায় ,গৌরারং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন,নিহত শিক্ষার্থীর পিতা টিটু রঞ্জন দাস,মাতা মণি রানী তালুকদার,এটিএন বাংলার প্রতিনিধি পংঙ্কজ কান্তি দে,এস এ টিভির প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার,দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি বিন্দু তালুকদার,

একুশে টিভির জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালাম,চ্যানেল ২৪ ফোরের জেলা প্রতিনিধি এ আর জুয়েল ও দৈনিক নবরাজের প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন, গত ১৫ ফেব্রুয়ারী শহরের ষোলঘর পয়েন্টে সন্ধ্যা ৬টায় ইজিবাইকের ধাক্কায় সৃজন বিদ্যাপীঠের নার্সারী ওয়ানের শিশুর্ ী মুহুূর্ত দাস গুরুতর আহত হয়। তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার না থাকার কারণে হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। এই ইজিবাইক চলাচলে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও শহরে কিভাবে ইজিবাইক চলে তা নিয়ে জনসাধারন শংৃ্কতি।

আগামী একসপ্তাহের মধ্যে ইজিবাইকের মালিক এবং খুনী চালককে গ্রেফতারের পাশাপশি শহরে অবৈধভাবে চলাচলকারী সকল ইজিবাইক বন্ধের জোর দাবী জানান। অন্যতায় আগামীতে দাবী আদায়ের জন্য বৃহত্তর আন্দোলনের ও হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত