![খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুরে মিছিল সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/faridpur-pppn_126807.jpg)
ফরিদপুর, ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ও বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এর মিছিলে পুলিশের হামলা, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী ইসা, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীদের গ্রেফতার করায় তীব্রনিন্দ ও প্রতিবাদ জানিয়ে ফরিদপুর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব জহুরুল হক শাহা জাদা মিয়ার নেতৃত্বে শহরের গোয়াল চামট থেকে দুপুরে একটি বিক্ষাভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোয়ালচামট গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব জহুরুল হক শাহা জাদা মিয়া, সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, মাজেদুর রহমা, তানজিমুল হাসান কায়েস, ভিপি রেজা প্রমুক। সমাবেশ থেকে অবিলম্বে খাদেলা জিয়াসহ ফরিদপুর জেলা বিএনপি’র নেতা-কর্মীর মুক্তির দাবি করেন।
এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/রাজ্জাক