বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

নাসিরনগরে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

নাসিরনগরে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বেসরকারী ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা বি.এম মশিউর রহমান। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউ/পি চেয়ারম্যান মো. আবুল হাসেমের সভাপতিত্বে ও ব্যাংক এশিয়ার কর্মকর্তা আখতারুজ্জামানের পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা বি.এম মশিউর রহমান।বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা,ব্যাংক এশিয়ার ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক গোবিন্দ কুমার বিশ্বাস।

সভায় বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী আক্কাস আলী, ব্যাংক এশিয়ার সিনিয়র কর্মকর্তা রমিজুল ইসলাম,ইউপি সদস্য আজদু মিয়া,উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্রাচার্য।এজেন্ট ব্যাংকিংয়ের নাসিরনগর শাখার পরিচালক মিজানুর রহমান জানান,শাখাটিতে সঞ্চয়ী হিসাব,স্কুল ব্যাংকিং হিসাব,মাসিক সঞ্চয়ী হিসাব,মেয়াদী সঞ্চয়ী হিসাব,নগদ জমা ও উত্তোলন,ফান্ড ট্রান্সফার,ইএফটিএন এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার,বৈদেশিক রেমিটেন্স এর অর্থ প্রদান,বিদ্যুৎ বিল গ্রহন,পাসপোর্ট ফি গ্রহণ,ক্ষুদ্র ও মাঝারি ঋণ প্রদান,ভোক্তা ঋণ প্রদান,কৃষি ঋণ,ডেবিট কার্ড প্রসেসিংসহ যাবতীয় সেবা দেয়া হবে। বায়োমেট্রিক পদ্ধতির একাউন্টের মাধ্যমে এ ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হবে বলে জানা গেছে।

এবিএন/আব্দুল হান্নান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত