শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দুর্গাপুরে মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

দুর্গাপুরে মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

দুর্গাপুরে মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

দুর্গাপুর (নেত্রকোনা), ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর আয়োজনে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লিখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে একাডেমী মিলনায়তনে মঙ্গলবার বিকেলে ৪টি শাখায় এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতা পুর্বে ‘‘এসো বঙ্গবন্ধুকে জানি’’ শীর্ষক আলোচনায় অন্যদের মধ্যে আলোচনা করেন, একাডেমীর পরিচালক মি. শুভ্র চিরান, কালচারাল অফিসার সুলোচনা সাংমা, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, তোবারক হোসেন খোকন, জুয়েল রানা প্রমুখ।

বক্তরা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বর্তমান প্রজন্মের কাছে সাহিত্য চর্চাসহ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। প্রতিযোগিতায় বিভিন্ন শাখার ২৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত