![রাজাপুরে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, আহত ১০](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/accident6_abnews_126827.jpg)
রাজাপুর (ঝালকাঠি), ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঝালকাঠির রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার গালুয়া বাজার এলাকায় আজ মঙ্গলবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে যাত্রীবাগি বাসের ধাক্কায় চালকসহ ১০ হওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহি বাস সজীব রুমান (বরিশাল জ-১১-০০০১) নিয়ন্ত্রন হারিয়ে গালুয়া বাজার কৃষি ব্যাংকের সামনের একটি গাছের সাথে ধাক্কা দেয়।
এতে চালকসহ কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে। আহতরা স্থানীয়ভাবে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এবিএন/রহিম রেজা/জসিম/এমসি