বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
আলহাজ কাজী শফিকুল ইসলাম কলেজে

বিজয়নগরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন

বিজয়নগরে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া), ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আলহাজ কাজী শফিকুল ইসলাম কলেজের নবনির্মিত শহীদ মিনার আজ সকালে উদ্বোধন করা হয়েছে। কলেজের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া- ৩(সদর- বিজয়নগর) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। পরে বেলা ১২ টায় কলেজে মিলনায়তে কলেজে প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ কাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহির উদ্দিনের উপস্থাপনায় আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া- ৩(সদর- বিজয়নগর) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, জেলা আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আর্শাদ, ভাইস চেয়ারম্যান মো. বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার, ইউপি চেয়ারম্যান হাজী মো. জিতু মিয়া প্রমুখ।

এবিএন/এস.এম টিপু চৌধুরী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত