![আটপাড়া উপজেলা উশু এসোসিয়েশনের আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/sova_abnews_126834.jpg)
আটপাড়া (নেত্রকোনা), ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : আজ মঙ্গলবার উপজেলা হল রুমে আটপাড়া উপজেলা উশু এসোসিয়েশনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার শুরুতেই বীর শহীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উশু এসোসিয়েশনের কমিটি পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা।
সভাপতি বিআরডিবি’র চেয়ারম্যান সাবেক মো: মিজানুর রহমান খান নন্দন, সিনিয়র সহ সভাপতি পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিদ্দিকুর রহমান, কোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নূরুল আমীন, সাংগঠনিক সম্পাদক আটপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: আবু বক্কর সিদ্দিকী, কোষাধ্যক্ষ শ্যামল চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান কাজল, মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আটপাড়া ডিগ্রী কলেজের প্রভাষক মো: আ: ওয়াহেদ বেগ, আন্তর্জাতিক সম্পাদক বানিয়াজান সি.টি. পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ সাফায়েত হোসেন সিদ্দিকী তপন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো: আব্দুল রাজ্জাক সবুজ, ধর্ম বিষয়ক সম্পাদক মো: শাহ আলম পারভেজ, প্রচার সম্পাদক আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, সম্মানিত সদস্য বিশিষ্ট শিল্পপতি মো: নূরুল আমীন তালুকদার, মো: ফারুক আহম্মেদ প্রমুখ।
এ সময় উপস্থিত সদস্যগণ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উশু এসোসিয়েশনের সভাপতি মো: মিজানুর রহমান খান নন্দন, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম খান হীরা।
এবিএন/আসাদুজ্জামান খান সোহাগ/জসিম/এমসি