![আগৈলঝাড়ায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/road_abenws_126838.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : ডেনমার্ক সরকারের অর্থ সহায়তায় দুস্থ নারী শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ নিয়ে আগৈলঝাড়া উপজেলা সদরের কালীখোলা থেকে তালতা বটতলা পর্যন্ত সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ডানিডার অর্থায়নে গৈলা ইউনিয়নের আওতাধীন কালীখোলা থেকে তালতা বটতলা পর্যন্ত সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল।
৪নং গৈলা মডেল ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের সভাপতিত্বে ৫০ লাখ ৫১ হাজার ৬৩০ টাকা ব্যায়ে ১ কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নীলকান্ত বেপারী, জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, সিরাজ সরদার প্রমুখ।
বক্তারা বলেন, দুস্থ নারীদের কর্মসংস্থানে সম্পৃক্ত করতে ডেনমার্ক সরকারের অর্থ সহায়তায় জলবায়ু প্রকল্পের আওতায় উল্লেখিত প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে এই সড়কটির বাকি অংশও পাকাকরণের কাজ সম্পন্ন করা হবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বাজার ব্যবসায়ী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি