শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে

বাগমারায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিল

বাগমারায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিল

বাগমারা (রাজশাহী), ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : আগামী ২২ ফেব্রুয়ারি রাজশাহীর মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর আ.লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বাগমারায় উপজেলা আ.লীগ ও অংগ সংগঠনের পক্ষ থেকে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল ও স্বার্থক করতে মঙ্গলবার বিকেলে উপজেলার ভবানীগঞ্জ বাজারের গোডাউন মোড় থেকে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে নিউ মার্কেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপস্থিত ছিলেন- জেলা আ.লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, সদস্য জাহানারা বেগম, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, কার্যকরী কমিটির সদস্য আলী হাসান, অধ্যক্ষ হাতেম আলী, আব্দুর রশিদ, হাচেন আলী, লোকমান আলী, শামসুল হক, বকুল খরাদী, রহিদুল ইসলাম, আসলাম আলী আসকান, আনোয়ার হোসেন, মখলেছুর রহমান দুলাল, সাবেক চেয়ারম্যান মাস্টার লুৎফর রহমান, জেলা পরিষদ সদস্য মাহামুদুর রহমান রেজা, নারগীস বেগম, উপজেলা মহিলা আ’লীগে সভাপতি মরিয়ম বেগম, ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক মমতাজ আক্তার বেবী, কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তাহেরপুরের আ’লীগ নেতা আমজাদ হোসেন মৃধা প্রমুখ।

প্রচার মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএন/জিল্লুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত