![৩০ কোটি টাকা তুলতে অনুমতি পেল এসকে ট্রিমস](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/bsec_@abnews_126844.jpg)
ঢাকা, ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার বিএসইসির ৬৩০তম কমিশন সভায় এ আইপিও অনুমোদন দেওয়া হয়।
কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দেয়া হয়েছে।
৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৭৯ পয়সা। এ সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩১ পয়সা কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
এবিএন/মমিন/জসিম