শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পাইকগাছায় ভূমিহীন পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগ

পাইকগাছায় ভূমিহীন পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগ

পাইকগাছায় ভূমিহীন পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগ

পাইকগাছা (খুলনা), ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : পাইকগাছায় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে ভূমিহীনদের সম্পত্তি জবর দখল ও মিথ্যা অভিযোগ দিয়ে ভূমিহীন পরিবারকে হয়রানী করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভূমিহীনদের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে থানা পুলিশকে নির্দেশ দিয়েছে।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার রাড়–লী ইউনিয়নের আরাজি ভবানীপুর ও শ্রীকণ্ঠপুর গ্রামের ৮৪টি ভূমিহীন পরিবার ১০/৮৯-৯০ নং মিস কেসের মাধ্যমে ৯২-৯৩ সালে ৭১ নং কুলে শ্রীকণ্ঠপুর মৌজায় সাবেক ১২৩ খতিয়ানের, এসএ ৮৮ ও ডিপি ৫৭ নং খতিয়ানে ৯৫ একর জমি বন্দোবস্ত হিসাবে প্রাপ্ত হয়।

বন্দোবস্ত প্রাপ্তির পর হতে ভূমিহীন পরিবার গুলো মৎস্য ও ধান চাষ এবং লীজ ঘের দিয়ে হারির টাকা নেওয়ার মাধ্যমে উক্ত সম্পত্তি দীর্ঘদিন ভোগদখল করে আসছিলেন। পথিমধ্যে বন্দোবস্ত প্রাপ্ত পরিবারগুলো ডাঙ্গার বিল নামক স্থানের সাড়ে ১৫ একর জমি লীজ না দিয়ে নিজেরা বাঁধ দিয়ে ঘের করার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

এদিকে এলাকার প্রভাবশালী আরাজি ভবানীপুর গ্রামের মৃত মোহাম্মদ সরদারের ছেলে রুস্তম সরদার ও শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত ছোরমান সরদারের ছেলে আব্দুস সামাদ সরদার গংরা ভুয়া কাগজ পত্রের মাধ্যমে ভূমিহীনদের প্রস্তুতকালীন সাড়ে ১৫ একর সম্পত্তি জোরপূর্বক দখল করে তাদের ঘের বা সম্পত্তির সাথে এক করে নেয়। এতে বাঁধা দিতে গেলে প্রভাবশালীরা বিভিন্ন অভিযোগ ও মামলার ভয় দেখিয়ে ভূমিহীনদের হয়রানী করে আসিতেছে।

এ ব্যাপারে প্রভাবশালীদের দখল করা নিজেদের সম্পত্তি উদ্ধারের জন্য ৮/২/২০১৮ ইং তারিখ নিজাম উদ্দীন গাজী, ইদ্রিস গাজী, লোকমান গাজী, ছহিল উদ্দীন মোড়ল, গণি গাজী ও হান্নান গাজী সহ ভূমিহীন পরিবারের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার বরাবর রুস্তম, সামাদ গংদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সুপার থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। নির্দেশনা মোতাবেক থানা পুলিশ আগামী ২৩ ফেব্র“য়ারি প্রয়োজনীয় কাগজপত্র সহ উভয় পক্ষকে থানায় তলব করেছেন।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত