রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • বান্দরবা‌নে মিয়ানমারের প্রতিনিধিদলের সা‌থে বৈঠক অনুষ্ঠিত

বান্দরবা‌নে মিয়ানমারের প্রতিনিধিদলের সা‌থে বৈঠক অনুষ্ঠিত

বান্দরবা‌নে মিয়ানমারের প্রতিনিধিদলের সা‌থে বৈঠক অনুষ্ঠিত

বান্দরবান, ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : বান্দরবা‌নের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে অবস্থানকারী সাড়ে ৬ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে বাংলাদেশের প্রস্তাবে চিন্তা ভাবনা ক‌রে দেখ‌বে ব‌লে আশ্বাস দিয়েছে মিয়ানমার। আজ মঙ্গলবার মিয়ানমারের প্রতিনিধিদলের সা‌থে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়ে‌ছে।

মিয়ানমারের ঢেকিবুনিয়া সীমান্তের তংপিও লিতওয়ে নামক স্থানে বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে বৈঠক‌টি দুই ঘণ্টা ধ‌রে চলে। বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান।

এ দলে আরও ছিলেন বিজিবি কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল খালেক, কক্সবাজার ও বান্দরবান জেলার জেলা প্রশাসকসহ বিজিবি ও সেনাবাহিনীর প্রতিনিধিরা। মিয়ানমারের পক্ষ‌থে‌কে প্রতিনিধিদলে ছিলেন মংডুর ডেপুটি কমিশনার ইউ ইয়ে হুড, ইমিগ্রেশন কর্মকর্তা, পুলিশ, বিজিপি ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা।

বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ‘যেহেতু তুমব্রু নো-ম্যানস ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গারা এখনও বাংলাদেশে প্রবেশ করেনি, তাই আমরা সেখানে অবস্থানকারী সাড়ে ৬ হাজার রোহিঙ্গাকে স্বদেশে ফিরিয়ে নিতে বিজিপির কাছে প্রস্তাব রাখি। আমাদের প্রস্তাব তারা বি‌বেচনা ক‌রে দেখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কখন তা‌দের ফি‌রি‌য়ে নে‌বেন তারা ব্যাপারে কোনও সিদ্ধান্ত দেয়নি ও বাকি রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার ব্যাপারে এ বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি।

গত বছর ২৪ আগস্ট থেকে মিয়ানমারে সহিংসতার ঘটনায় ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। এর মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের তমব্রুতে নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেয় সাড়ে ৬ হাজার রোহিঙ্গা।

এবিএন/‌মোহাম্মদ আব্দুর র‌হিম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত