![আলোর পথে ফিরলেন ৩৬ জন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/lalmonirhat-bgb-news_126868.jpg)
লালমনিরহাট, ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : মাদকসহ চোরাচালান থেকে আলোর পথে ফিরে এলেন সীমান্তবর্তি জেলা লালমনিরহাটের দৈখাওয়ার ৩৬ জন চোরাচালানি। আজ মঙ্গলবার বিকেলে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল ইএম আজিজুল কাহারের হাত থেকে ফুল নিয়ে আলো পথে আসেন তারা।
হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দৈখাওয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্ত অপরাধ হ্রাসকল্পে আত্মসমার্পণ অনুষ্ঠানে দৈখাওয়া সীমান্তের ৩৬ জন মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী আন্তসমার্পণ করে শপথ বাক্যপাঠ করেন। পুর্বের মামলা নিজেদের মত করে মোকাবেলা করে বৈধ ব্যবসা করে জিবন যাপনের প্রতিতশ্রুতি জ্ঞাপন করেন আত্মসমার্পণকারীরা।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের আয়োজনে আত্মসমার্পণ অনুষ্ঠানে শপথ বাক্যপাঠ করান লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের নায়েক নাজমুল হাসান।
গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম সাবু'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মোর্শেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার(এএসপি - বি সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হাতীবান্ধা থানার ওসি তদন্ত সুমন কুমার মহন্ত, গোতামারী ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মিয়া। আত্মসমার্পণকারীরা সবাই গোতামারী ইউনিয়নের সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর বাসিন্দা।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/রাজ্জাক