![বরিশালে আসামি ধরতে গিয়ে ২ পুলিশ সদস্য হামলার শিকার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/21/barisal_abnews24_126901.jpg)
বরিশাল, ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় আসামি ধরতে গিয়ে ধারালো অস্ত্র ও লাঠিপেটার শিকার হয়েছেন ২ পুলিশ সদস্য।
আহত আগৈলঝারা থানার এসআই জাহিদ ও কনস্টেবল সোহাগকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ বুধবার আগৈলঝারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, মঙ্গলবার রাতে উপজেলার বেলুহারে মাদক মামলার আসামি সুজন ভূঁইয়াকে ধরতে যান ২ পুলিশ সদস্য। সুজনকে আটক করার চেষ্টা করলে তার চিৎকার পরিবারের সদস্যরা লাঠিপেটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তাকে নিয়ে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতারে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এবিএন/সাদিক/জসিম/এসএ