শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নওগাঁয় ছাদধসে ২ শ্রমিকের মৃত্যু

নওগাঁয় ছাদধসে ২ শ্রমিকের মৃত্যু

নওগাঁ, ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর নিয়ামতপুরে একটি পেট্রোল পাম্পের ছাদ ঢালাইয়ের সময় ধসে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

আজ বুধবার বেলা ১টার দিকে উপজেলার গাবতলীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আনিছুর রহমান (৪০) ও সুজন হোসেন (২৫)।

আহতরা রা হলেন ছানাউল হক (২৫), মাইনুল ইসলাম (৩০), মিঠুন হোসেন (২৫) ও মাইনুল হোসেন (৪০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে গাবতলীতে আবুল সোনার পেট্রোল পাম্পের ছাদ ঢালাইয়ের করছিল কয়েকজন শ্রমিক। একপর্যায়ে ছাদের এক পাশ ধসে পড়ে ওই ২ শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত