
ঢাকা, ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : বিএনপির একাধিক শীর্ষ নেতার জাতীয় পার্টিতে (জাপা) যোগদানের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এরশাদ বলেন, কেউ যদি আমার দলে যোগ দিতে চায়, তবে কেন তাদের নেবো না? আমরা ভালো, সৎ ও যোগ্য যেকোনও ব্যক্তিকেই দলে নিতে প্রস্তুত।’
এমনকি আগামী জাতীয় নির্বাচনে দলের সঙ্গে যুক্ত হওয়া এইসব নেতাদের জাতীয় পার্টি মনোনয়নও দেবে বলে জানিয়েছেন জাপা প্রধান। তবে কোন কোন বিএনপি নেতা জাপায় যোগ দিচ্ছেন- এমন প্রশ্নে মুচকি হেসে এরশাদ বলেন, ‘এটা এখন বলা যাবে না।’