![লালপুরে বিনম্র শ্রদ্ধায় মাতৃভাষা দিবস পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/21/abnews-24.bbb_126919.jpg)
লালপুর (নাটোর), ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : নাটোরের লালপুরে যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ বুধবার নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লালপুর উপজেলা প্রশাসন ছাড়াও লালপুর উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, লালপুর পাবলিক লাইব্রেরি, লালপুর উপজেলা প্রেসক্লাব, সাপ্তাহিক লালপুর বার্তা, লালপুর বন্ধুসভা, মৃত্তিকা কমিউনিটি ডেভোলপমেন্ট অর্গানাইজেশন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, তারুন্য সুশীল সংস্কৃতি সংসদ ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহন করে। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত, প্রভাত ফেরী, আলোচনা সভা, রচনা, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, পুরস্কার বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/তোহা