![হবিগঞ্জে ভাষা শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/21/abnews-24.bbbb_126920.jpg)
হবিগঞ্জ, ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : আজ রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রদ্ধা জানাতে হবিগঞ্জের বৃন্দাবন কলেজে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ঢল নামে সব শ্রেণী পেশার মানুষের। ফুলে ফুলে ভরে উঠে হবিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার। রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঅঞ্জলী অর্পন করা হয়।
এদিকে যথাযথ মর্যাদায় দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, রাত ১২টা ১ মিনিটে স্থানীয় বৃন্দাবন কলেজ মহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, ভোর ৬টায় প্রভাতফেরি, সকাল ১০টায় শিশু একাডেমীতে শিশুদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১১টায় কিশোর-কিশোরীদের রচনা প্রতিযোগিতা, বিকেল ৪টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে ভাষা আন্দোলনে অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা ও সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া সুবিধামত সময়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাতের উদ্দেশ্যে মিলাদ-মাহফিল, দোয়া ও বিশেষ প্রার্থণা অনুষ্ঠান এবং প্রামাণ্য অনুষ্ঠানসহ ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন।
এবিএন/নুরুজ্জামান ভূঁইয়া/জসিম/তোহা