ফরিদপুর, ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোনালী ব্যাংক ফরিদপুর অঞ্চল প্রভাত ফেরি ও আলোচনা সভা করেছে। সকাল সাড়ে ৭টায় সোনালী ব্যাংক প্রধান শাখা থেকে একটি প্রভাত ফেরি বের হয়ে সরকারি রাজেন্দ্র কলেজে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। সকাল সাড়ে ৮টায় ব্যাংক এর হর রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্যাংক এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সামচুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শহিদুল আলম, মো. বক্তার হোসেন, মো. আলতাফ হোসেন, মাহফুজুর রহমান মবিন, মো. ফজলুল হক, নাজমুল হাসান, শাহ মো. ইকবাল।
এবিএন/কে.এম. রুবেল/জসিম/তোহা