সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • ডিজির কাছে লক্ষ্মীপুরের প্রাইমারী শিক্ষকের বিরুদ্ধে অভিযােগ

ডিজির কাছে লক্ষ্মীপুরের প্রাইমারী শিক্ষকের বিরুদ্ধে অভিযােগ

ডিজির কাছে লক্ষ্মীপুরের প্রাইমারী শিক্ষকের বিরুদ্ধে অভিযােগ

লক্ষ্মীপুর, ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলাধীন চরবামনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম এর বিরুদ্ধে নানান অনিয়ম ও অর্থ আত্মসাত করার অভিযােগ পাওয়া গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তেরের মহা-পরিচালক বরাবর লিখিত অভিযােগ পত্রের অনুলিপিতে জানা যায়, ফাতেমা বেগম ২০১৫-২০১৬ অর্থ বছরের ৩০ হাজার টাকা ভূয়া ভাউচার দেখিয় উত্তােলন করেন। এছাড়াও ফাতেমা বেগম সহকারী শিক্ষিকা থাকাবস্থায় স্কুলে না এসে নিয়মিত অনার্স ও মাষ্টার্স কমপ্লিট করেন। এদিকে প্রক্সি হাজিরা দিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা উত্তােলন করেন। পরে ঘটনাটি জানাজানি হলে ৫০ হাজার টাকা অফিসকে দিয়ে ম্যানেজ করে বলে অভিযােগ পত্রে উল্লেখ্য করা হয়।

শুধু তাই নয় ফাতেমা বেগম অফিসকে না জানিয়ে প্রধান শিক্ষিকার পরীক্ষা সম্পন্ন করেন এবং একই সময়ে সহকারী শিক্ষিকার বেতন ভাতাসহ সকল সুবিধাদী গ্রহণ করেন। যার প্রমান হিসেবে অনার্স মাষ্টার্স সার্টিফিকেট ও চাকুরীর সার্ভিস বইয়ে উল্লখ্য বল অভিযাগ পত্রে বলা হয়। অভিযোগে আরাে জানা যায়, ফাতেমা বেগম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রিদের স্কুলে পরীক্ষায় পাশ করিয়ে দেবার লােভ দেখিয় প্রাইভেট কােচিং করান। এতে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ২শত টাকা, পরীক্ষার ফি বাবত ১০০ টাকা ও ৫ম শ্রেণীর সার্টিফিকেট ফি বাবত ১ হাজার টাকা করে গ্রহন করেন।

উপরাক্ত বিষয়ে ফাতেমা বেগমের বক্তব্য জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়ে কােন বক্তব্য করতে রাজি হননি।

রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরনাহার বেগম এ বিষয়ে সাংবাদিকদের বলেন, বিষয়টি সম্পর্কে আমি জেনেছি। তদন্তে অনেক সত্যতা পাওয়া গেছে।

এদিকে উপরােক্ত বিষয়ে কােন সংবাদ পরিবশন না করার জন্য বিভিন্ন ব্যাক্তি, প্রতিনিধির মুঠােফোনে অনুরােধ ও ধুমকি প্রদান করেন।

এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত