![রাজারহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/21/rajarhat,-kurigram-21st_126937.jpg)
রাজারহাট (কুড়িগ্রাম) , ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রাজারহাট থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, জাতীয় পার্টি, প্রেসক্লাব রাজারহাট, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, রংপুর মহানগর আওয়ামীলীগের পক্ষে চাকিরপশার ইউপি চেয়ারম্যান, রাজারহাট ইউপি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, স্কাউটস্, ইলেকট্রিক সমিতি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। এদিকে সকাল ৭টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে উপজেলা প্রশাসন আয়োজিত এম. আই ডিগ্রী কলেজের হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউএনও মুহ: রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল হাসেম, থানা অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান, আওয়ামীলীগের সা. সম্পাদক আবুনুর মো. আক্তারুজ্জামান, অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায়, শিক্ষা অফিসার আতিকুর রহমান প্রমূখ। সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এবিএন/ রনজিৎ কুমার রায়/জসিম/নির্ঝর